Skip to main content

মালয়েশীয়ায় জন্মগ্রহণকারী শিশুর পাসপোর্টের আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র

১। চার পাতার অনলাইন ফরম ০১ সেট।
২। মালয়েশিয়ার জেপিএন কর্তৃক প্রদত্ত জন্মনিবন্ধনের ০১ কপি ফটোকপি এবং অরিজিনাল কপি (যাচাইয়ান্তে)।
৩। বাংলাদেশের জন্মনিবন্ধনের ০১ কপি ফটোকপি এবং অনলাইন যাচাইয়ের কপি।
৪। বাংলাদেশের জন্মনিবন্ধনে জন্মস্থানের স্থলে অবশ্যই মালয়েশিয়া থাকতে হবে।
৫। ৪৮৪ আর এম মে ব্যাংকে নগদ জমার হলুদ রশিদ, রশিদে অবশ্যই শিশুর নাম থাকতে হবে।
৬। মে ব্যাংকে আরএম জমার একাউন্ট নাম্বার ৫৬৪৪২৭১০২২৬৮।
৭। বাবা-মায়ের পাসপোর্ট এবং ভিসার কপি ০১ টি করে।
৮। বাবা-মায়ের কাবিননামা/ম্যারেজ সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৯। শিশুর পাসপোর্ট সাইজের ছবি ০১ টি।
১০। শিশুর বয়স ৩ বছরের কম হলে 3R/4R ছবি ০১ টি।
১১। বাবা-মায়ের পাসপোর্ট সাইজের ছবি ০১ টি করে।
১২। শিশুকে অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।