০১/ সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, গত ০২ জুন ২০২২ তারিখে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের পদ্ধতি চূড়ান্ত করার সাথে সাথে বিভিন্ন ব্যক্তিবর্গ নানা পরিচয়ে হাই কমিশনে অকারণে ভিড় জমানোর চেষ্টা করছেন এবং তড়িঘড়ি করে নিয়োগের অনুমতি প্রদানের জন্য টেলিফোনের মাধ্যমে হাই কমিশনকে অনুরোধ করছেন, যা সরকার নির্ধারিত নিয়োগ প্রক্রিয়া অনুসরণের পথে অন্তরায়। এখানে উল্লেখ্য যে, হাই কমিশন দ্রুততার সাথে বাংলাদেশ ও মালয়েশিয়ার যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশী কর্মীগণ যাতে মালয়েশিয়ায় এসে প্রতারিত না হন সেই লক্ষ্যে ডিমান্ড সমূহের প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং কর্মীদের সার্বিক নিরাপত্তার জন্য নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনে বাংলাদেশ হাইকমিশন বদ্ধ পরিকর। এক্ষেত্রে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অযাচিত হস্তক্ষেপ কারও কাম্য নয়।
০২/ এমতাবস্থায় সকলের বৃহত্তর স্বার্থে ও স্বচ্ছতার সাথে বাংলাদেশ হাইকমিশনের কার্য পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
০৩/ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য হাকমিশন সকলকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছে।
অনুরোধক্রমেঃ
বাংলাদেশ হাইকমিশন
কুয়ালালামপুর
মালয়েশিয়া।