Skip to main content
Category

News

High Commissioner Md. Golam Sarwar presented his Letter of Credence to His Majesty the King of Malaysia The Yang di-Pertuan Agong XVI Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah Ibni Almarhum Sultan Haji Ahmad Shah Al-Musta’in Billah

High Commissioner Md. Golam Sarwar presented his Letter of Credence to His Majesty the King of Malaysia The Yang di-Pertuan Agong XVI Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah Ibni Almarhum Sultan Haji Ahmad Shah Al-Musta’in Billah as High Commissioner of Bangladesh to Malaysia today. The credential presentation ceremony held at Istana Negara (National Palace of Malaysia) in Kuala Lumpur.

During a short interaction following the ceremony, the King congratulated the High Commissioner for taking over this important assignment. Thanking the King for receiving him, the High Commissioner conveyed the greetings and regards of the Hon'ble President and the Hon’b1e Prime Minister of Bangladesh and expressed desire to uphold the excellent bilateral relations between the two countries in a new height. At the end of the ceremony, the High Commissioner joined the luncheon with the King.

Among others High Officials of the National Palace, Chief of Protocol of the Ministry of Foreign Affairs, Under Secretary (South and Central Asia Division) of the Ministry of Foreign Affairs and Deputy High Commissioner from the Bangladesh High Commission in Kuala Lumpur were present during the ceremony.

হাই কমিশনার মোঃ গোলাম সারওয়ার আজ মালয়েশিয়ার রাজা মহামহিম ইয়াং ডি-পারতুয়ান আগোং আল-সুলতান আব্দুল্লাহ রিআ’য়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ ইবনি আল্মারহুম সুলতান হাজী আহমদ আল-মুস্তাই-ইন বিল্লাহ এর কাছে মালয়েশিয়াতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র পেশের অনুষ্ঠানটি কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার জাতীয় রাজদরবার ইস্তানা নেগারাতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের পরে সংক্ষিপ্ত মতবিনিময়ের সময় মালয়েশিয়ার রাজা হাইকমিশনারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করার জন্য অভিনন্দন জানান। উত্তরে হাইকমিশনার তাকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার জন্য মালয়েশিয়ার রাজা কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন । এছাড়া দু'দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক কে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে হাইকমিশনার রাজার সঙ্গে মধ্যাহ্নভোজে যোগদান করেন।

এই অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে রাজদরবারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডার সেক্রেটারি ও দূতাবাসের ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন।