Skip to main content

সত্যায়ন এবং চিঠিপত্র সংক্রান্ত জরুরী নির্দেশনা

কন্স্যূলার উইং, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের বিভিন্ন ধরনের কাগজপত্র যেমন, নিকাহনামা, বিবাহ সনদ, আম-মোক্তারনামা, শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, জন্মসনদ,পাসপোর্ট কপি ইত্যাদি সত্যায়িত করা হয়ে থাকে এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে বিভিন্ন ধরনের চিঠিপত্র ইস্যূ করা হয় ।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরে সত্যায়িত করার জন্য কাগজপত্র দাখিল করার পূর্বে নিম্নলিখিত তথ্যাবলী তথা নির্দেশাবলী অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করা হলোঃ

১। বাংলাদেশ থেকে ইস্যূকৃত সব ধরণের কাগজপত্রাদি নোটারী করতঃ পররাষ্ট্র মন্ত্রণালয়, কন্স্যূলার উইং এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে সত্যায়িত মূল কপি অত্র মিশনে দাখিল করতে হবে । একাডেমিক সনদ হলে সংশ্লিষ্ট
শিক্ষাপ্রতিষ্ঠান/ সংশ্লিষ্ট বোর্ড/ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে সত্যায়িত মূল কপি অত্র মিশনে দাখিল করতে হবে। কোন প্রকার স্ক্যান কপি গ্রহণযোগ্য নয় । বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর তৃতীয় দেশের ভিসা প্রক্রিয়াকরণের আবেদন সংক্রান্ত কোনো ধরনের নথি অনুমোদন/সত্যায়িত করে না।

২। মালয়েশিয়া থেকে ইস্যূকৃত কাগজপত্রাদি পররাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়া থেকে সত্যায়িত করে আনতে হবে এবং একাডেমিক সনদ হলে সংশ্লিষ্ট বোর্ড/ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় /শিক্ষা মন্ত্রণালয়, মালয়েশিয়া থেকে সত্যায়িত করে আনতে হবে । সত্যায়িত মূল কপি দাখিল করতে হবে । কোন প্রকান স্ক্যান কপি গ্রহণযোগ্য নয় ।

৩। বাংলাদশে থকেে ইস্যু হয়ছেে এ ধরনরে হলফনামা আইনগতভাবে নোটারি র্পূবক ঢাকার আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় র্কতৃক সত্যায়তি করে দাখলি করিতে হইবে।

৪। মালয়েশিয়া থেকে ইস্যু হয়েছে এ ধরনের হলফনামা/সংবিধিবদ্ধ ঘোষণাপত্র মালয়েশিয়ার শপথ কমিশনার এর কাছ থেকে আইনগতভাবে নোটারি পূর্বক মালয়েশিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, পুত্রাজায়া কর্তৃক সত্যায়িত করে দাখিল করিতে হহবে ।

সত্যায়ন ও চিঠিপত্র সংক্রান্ত আবেদনপত্র সকাল ৯ টা – দুপুর ১ টা পর্যন্ত কাউন্টার নং-২ এ গ্রহন করা হয়। একই দিনে বিকাল ০৩.০০-৪ঃ০০ মিঃ বিতরণ করা হয়। তবে, বিতরনের সময় মিশন কর্তৃক পরিবর্তন যোগ্য ।

বিঃদ্রঃ বিদ্যমান এবং সময় সময় জারীকৃত সরকারী আদেশ- নিষেধ অনুযায়ী দাখিলকৃত সব ধরনের কাগজপত্রাদি যাচাই-বাছাইপূর্বক গ্রহণ অথবা বাতিলের সব ধরণের ক্ষমতা অত্র মিশনের এখতিয়ারভুক্ত।

কন্স্যূলার ফিসঃ

 সব ধরনের চিঠিপত্র এবং সত্যায়নের জন্য একটি পত্র বা এক সেট কাগজ (তিন পাতার বেশি না) Maybank-এর যে কোন শাখায় আরএম ২০.০০ বাংলাদেশ হাইকমিশন হিসাব নং ৫৬৪৪২৭১০২২৬৮-এ জমা দিয়ে হলুদ বর্ণের জমা স্লিপ সহ দাখিল করতে হবে। নগদ জমা/ব্যাংক ড্রাফ্ট/ এটিএম বুথে জমা কিংবা অনলাইন ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ নয় ।

 শিশুদের জন্মনিবন্ধন সনদের জন্য Maybank-এর যে কোন শাখায় আরএম ৫.০০ (মালয়েশিয়ান রিঙিত পাঁচ মাত্র) বাংলাদেশ হাইকমিশন হিসাব নং 564427509825-এ নগদ জমা দিয়ে হলুদ বর্ণের জমা রশিদসহ দাখিল করতে হবে। নগদ জমা/ব্যাংক ড্রাফ্ট/ এটিএম বুথে জমা কিংবা অনলাইন ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ নয় ।

ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন এবং এর স্বপক্ষে পত্র ইস্যূ করা প্রসংগে

যেসব কাগজপত্র দাখিল করতে হবেঃ

ক. ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়নের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নোটারী করে বি.আর.টি.এ. থেকে সত্যায়িত করতে হবে (বি.আর.টি.এ-এর ফিস জমা রশিদ সংগ্রহ করতে হবে ) এবং
খ. কন্স্যূলার শাখা, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা থেকে সত্যায়িত করে অত্র মিশনে দাখিল করতে হবে । পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডমুমেন্ট জমা রশিদ সহ অত্র মিশনে দাখিল করতে হবে ।
গ. ০২ কপি ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি/পাসপোটের ফটোকপি এতদসংগে সংযুক্ত করতে হবে । দাখিলের সময় মূল ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে ।
ঘ. কোন প্রকার স্ক্যান/ফটোকপি গ্রহণযোগ্য নয়।

কন্স্যূলার ফিসঃ
 ড্রাইভিং লাইসেন্স এর কপি সত্যয়িত করার জন্য Maybank-এর যে কোন শাখায় আরএম ২০.০০ বাংলাদেশ হাইকমিশন হিসাব নং ৫৬৪৪২৭১০২২৬৮-এ জমা দিয়ে জমা রশিদসহ দাখিল করতে হবে। নগদ জমা/ব্যাংক ড্রাফ্ট/ এটিএম বুথে জমা কিংবা অনলাইন ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ নয় ।
 ড্রাইভিং লাইসেন্স এর স্বপক্ষে পত্র নিতে আগ্রহী হলে Maybank -এর যে কোন শাখায় আরএম ২০.০০ বাংলাদেশ হাইকমিশন হিসাব নং ৫৬৪৪২৭১০২২৬৮-এ জমা দিয়ে জমা রশিদসহ দাখিল করতে হবে। নগদ জমা/ব্যাংক ড্রাফ্ট/ এটিএম বুথে জমা কিংবা অনলাইন ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ নয় ।

পাসপোর্টের সত্যায়ন,তথ্য ও নম্বর সংক্রান্ত পত্রাদি ইস্যূ প্রসংগে

যেসব কাগজপত্র দাখিল করতে হবেঃ

ক. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস কর্তৃক যথোপযুক্ত কারন উল্ল্যেখ পূর্বক চাহিত ফরমায়েশপত্র এতদসংগে সংযুক্ত করতে হবে নতুবা পাসপোর্ট তথ্য ও নম্বর সংক্রান্ত কোন পত্র ইস্যূ করা হবে না ।
খ. ধারাবাহিক মূল পাসপোর্টসমূহ এতদসংগে দাখিল করতে হবে ।
গ. পাসপোট মালয়েশিয়ায় হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ রিপোট করে মালয়েশিয়াস্থ পররাষ্ট্র মনন্ত্রণালয় থেকে সত্যায়িত করে মিশনের এম আর পি উইং থেকে রেকর্ড সংগ্রহ করে এতদসংগে দাখিল করতে হবে ।
ঘ. পাসপোর্ট বাংলাদেশে হারিয়ে গেলে বাংলাদেশের সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ রিপোট করে ঢাকার পররাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে মিশনের এম আর পি উইং থেকে রেকর্ড সংগ্রহ করে এতদসংগে দাখিল করতে হবে ।
ঙ. প্রত্যেক কাগজপত্রের এক সেট অতিরিক্ত অফেরতযোগ্য ফটোকপি ব্যাংক জমা রশিদের সহিত দাখিল করিতে হইবে।

কন্স্যূলার ফিসঃ

 প্রতি পাসপোর্টের ফটোকপি সত্যায়নের জন্য Maybank -এর যে কোন শাখায় আরএম ২০.০০ বাংলাদেশ হাইকমিশন হিসাব নং ৫৬৪৪২৭১০২২৬৮-এ জমা দিয়ে হলুদ বর্ণের জমা রশিদসহ দাখিল করতে হবে। নগদ জমা/ব্যাংক ড্রাফ্ট/ এটিএম বুথে জমা কিংবা অনলাইন ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ নয় ।
 পাসপোর্টের নম্বর ও তথ্য সংক্রাšত পত্রের Maybank -এর যে কোন শাখায় আরএম ২০.০০ বাংলাদেশ হাইকমিশন হিসাব নং ৫৬৪৪২৭১০২২৬৮-এ জমা দিয়ে হলুদ বর্ণের জমা রশিদসহ দাখিল করতে হবে। নগদ জমা/ব্যাংক ড্রাফ্ট/ এটিএম বুথে জমা কিংবা অনলাইন ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ নয় ।

Attestation of Nikahnama, Married/Unmarried certificate

Requirement:

  • The marriage related documents such Nikahnama, Marriage Certificate, Unmarried Certificate, Divorce Certificate should be submitted to the Mission after attestation it from the Ministry of Law, Dhaka and Consular Wing, Ministry of Foreign Affairs, Dhaka respectively;
  • Scanned copies of the nikahnama/married/unmarried certificate will not be accepted;
  • To marry foreign women (especially Malaysian women): To marry a Malaysian woman an Affidavit (consent declaration) of the applicant’s legal guardian (parents) needs to be submitted prior to attest it from the Ministry of Law, Dhaka and the Consular Wing, Ministry of Foreign Affairs, Dhaka; and
  • Unmarried Certificate to be collected from the concerned Office of the Deputy Commissioner (DC) with attestation from the Consular Wing of the Ministry of Foreign Affairs, Dhaka;
  • Fake signed Affidavit will not be accepted; After checking if it is found fake the Mission will take necessary legal steps against the applicant;
  • Mission will not attest the Power of Attorney (POA) on Polygamy and divorce related documents;
  • The applicant in this regard is suggested to do the polygamy and divorce related jobs after reaching to Bangladesh;

Consular Fees:

  • For attestation of Niakhnama, married/unmarried certificates RM20 to be deposited (yellow colour cash deposit slip only provided by Maybank will be accepted by the Mission) to any Branch of Maybank, Malaysia addressed to the Bangladesh High Commission, Kuala Lumpur, Account No. 564427102268.
  • Cash/ATM booth deposit/Online cash/fund transfer will not be accepted.
  • For issuing unmarried certificate of single status letter RM20 to be deposited (yellow colour cash deposit slip only provided by Maybank will be accepted by the Mission) to any Branch of Maybank, Malaysia addressed to the Bangladesh High Commission, Kuala Lumpur, Account No. 564427102268.
  • Cash/ATM booth deposit/Online cash/fund transfer will not be accepted.

To issue a family letter/Relationship letter

Requirement

  • In order to get a family letter or relationship letter from the Mission the applicant needs to submit his original marriage certificate/nikahnama/birth certificates of their children after attesting those from both the Ministry of Law, Dhaka and the Consular Wing of the Ministry of Foreign Affairs, Dhaka;
  • One extra photocopy of all documents along with visa page of the passport to be submitted for official purpose
  • Original Passport to be submitted to verify the authenticity of the documents;

Consular Fees:

  • For getting one relationship letter RM20 to be deposited (yellow colour cash deposit slip only provided by Maybank will be accepted by the Mission) to any Branch of Maybank, Malaysia addressed to the Bangladesh High Commission, Kuala Lumpur, Account No. 564427102268.
  • Cash/ATM booth deposit/Online cash/fund transfer will not be accepted.

Attestation of Educational Certificates / Academic Certificates

Requirement

  • All Education degrees / documents issued from Bangladesh must first be attested from relevant educational institutions/universities/board of education and Ministry of Education and from Consular section of the Ministry of Foreign Affairs of Dhaka, Bangladesh before submitting for attestation by the High Commission of Bangladesh, Kuala Lumpur.

Consular Fees:

  • For attestation one set (not more than three pages) RM20 to be deposited to any Branch of Maybank, Malaysia (yellow colour cash deposit slip only provided by Maybank will be accepted by the Mission) addressed to the Bangladesh High Commission, Kuala Lumpur, Account No. 564427102268.
  • Cash/ATM booth deposit/Online cash/fund transfer will not be accepted.
  • To obtain a letter regarding admission/immigration purpose RM20 to be deposited to any Branch of Maybank, Malaysia (yellow colour cash deposit slip only provided by Maybank will be accepted by the Mission) addressed to the Bangladesh High Commission, Kuala Lumpur, Account No. 564427102268.
  • Cash/ATM booth deposit/Online cash/fund transfer will not be accepted.

Attestation of Power of Attorney (POA)

Requirement

  • To sign/endorse a Power of Attorney deed from this Mission the applicant needs to submit the documents on a stamp paper describing information of both the principal and the attorney as per his passport/NID/BRC;
  • The original “power of attorney document” to be printed in Bangla/English on a Bangladesh govt. stamp paper worth minimum Tk100 value.
  • Two copies recent passport size photographs of both the Principal and Attorney
  • Executant/Executants have to appear personally with Bangladesh passport (valid or expires)/National ID/online birth certificate;
  • Description of scheduled land/properties along supporting document on schedules properties such as (original Dalil/certified or attested Dalil, RS/CS Khaitan, Mutation (namejari), inheritance letter from Union Chairman if required etc.) are needed to be submitted;
  • Name, signature and addresses at least one witness from Malaysia is to be mentioned along with his passport/BRC,NID etc.
  • Malaysian national
  • As per government instructions/orders, the Mission will not attest the Power of Attorney (POA) on Polygamy and divorce related documents;
  • The applicant in this regard is suggested to do the polygamy and divorce related jobs after reaching to Bangladesh;

The applicants in this regard are requested to click and read the following rules:

 

Power of Attorney Rules – 2015

  • Please click here  to see the Power of Attorney Rules-2015, published by Ministry of Law, Government of the People’s Republic of Bangladesh, on 23 July 2015.
    [In this section you can see the complete instructions & sample of giving Power of Attorney, Affidavit, Cancellation of Power of Attorney etc.]

Consular Fees

  • Fee for this service will depend on the size of the document.
  • For each set of documents, (not more than three pages) RM20 to be deposited to any Branch of Maybank, Malaysia (yellow colour cash deposit slip only provided by Maybank will be accepted by the Mission) addressed to the Bangladesh High Commission, Kuala Lumpur, Account No. 564427102268.
  • Cash/ATM booth deposit/Online cash/fund transfer will not be accepted.

Letter of Introduction (LOI)

Requirement:

  • The applicant will submit a written application describing the cause of the issuing letter, the original passport, photocopy of the passport/visa along with confirmation letter from concerned Immigration department/ Educational Institution/colleges/universities/companies;

Consular Fees:

  • For issuing a LOI RM20 to be deposited to any Branch of Maybank, Malaysia (yellow colour cash deposit slip only provided by Maybank will be accepted by the Mission) addressed to the Bangladesh High Commission, Kuala Lumpur, Account No. 564427102268.
  • Cash/ATM booth deposit/Online cash/fund transfer will not be accepted.

Birth Registration Certificate (BRC) for newly born babies in Malaysia

Requirement:

  • In order to get a Bangladeshi Birth Certificate for a new-born baby born in Malaysia, the BRC issued by the concerned authorities of Malaysia needs to prior attestation from the Ministry of Foreign Affairs, Govt. of Malaysia, Putrajaya;
  • The parent will submit their original nikahnama, married certificate, birth certificate prior to attest those from the Ministry Law, Dhaka and Ministry of Foreign Affairs, Dhaka;
  • The applicant is suggested to log in to BDRIS, Govt of Bangladesh, Website: (https://bdris.gov.bd/br/application) to filled-in the online Application Form and take a print out for submitting it to this High Commission for issuing a new BRC.

 Consular Fees:

  • For issuing a BRC RM5 (Ringgit Five only) to be deposited to any Branch of Maybank, Malaysia (yellow colour cash deposit slip only provided by Maybank will be accepted by the Mission) addressed to the Bangladesh High Commission, Kuala Lumpur, Account No. 564427509825.
  • Cash/ATM booth deposit/Online cash/fund transfer will not be accepted.

Police Clearance Certificate from Bangladesh

Please note that the High Commission does not issue Police Clearance Certificates for Bangladesh or Foreign nationals.  Bangladesh nationals may send the following documents to the High Commission for attestation, as these are required by the concerned authority in Bangladesh:

  • An authorization letter addressed to the concerned (in accordance with the permanent address of the applicant) Commissioner of Police / Superintendent of Police / Officer-in-Charge in Bangladesh mentioning the authorized person’s details who will submit the application and collect from the concerned police authorities.
  • Original Bangladesh Passport and photocopy of the bio-metric page

Consular Fees:

  • For attestation of passport and endorsement of the authorization an amount of RM20 to be deposited to any Branch of Maybank, Malaysia (yellow colour cash deposit slip only provided by Maybank will be accepted by the Mission) addressed to the Bangladesh High Commission, Kuala Lumpur, Account No. 564427509825.
  • Cash/ATM booth deposit/Online cash/fund transfer will not be accepted.