Skip to main content

শিশুদের জন্ম সনদ প্রাপ্তির ক্ষেত্রে

যেসব কাগজপত্র দাখিল করতে হবে

 শিশুদের জন্ম সনদের জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষ কর্তৃক জন্ম নিবন্ধন সনদ মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অনলাইনে আবেদন করে প্রিনট কপিসহ অত্র মিশনে দাখিল করতে হবে।
 সদ্যজাত শিশুর এক কপি ছবিসহ দাখিল করতে হবে।
 বাবা-মায়ের পাসপোর্ট/নিকাহ্নামা/বিবাহ সনদ আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে এতদ্সংগে দাখিল করতে হবে ।

কন্স্যূলার ফিস

 শিশুদের জন্ম সনদ ইস্যূ বা প্রাপ্তির জন্য Maybank-এর যে কোন শাখায় আরএম ২০.০০ বাংলাদেশ হাইকমিশন হিসাব নং ৫৬৪৪২৭৫০৯৮২৫-এ নগদ জমা দিয়ে জমা রশিদসহ দাখিল করতে হবে।
 নগদ/ব্যাংক ড্রাফ্ট/ এটিএম বুথে জমা কিংবা অনলাইন ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ নয় ।