শিশুদের জন্ম সনদের জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষ কর্তৃক জন্ম নিবন্ধন সনদ মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অনলাইনে আবেদন করে প্রিনট কপিসহ অত্র মিশনে দাখিল করতে হবে।
সদ্যজাত শিশুর এক কপি ছবিসহ দাখিল করতে হবে।
বাবা-মায়ের পাসপোর্ট/নিকাহ্নামা/বিবাহ সনদ আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে এতদ্সংগে দাখিল করতে হবে ।
শিশুদের জন্ম সনদ প্রাপ্তির ক্ষেত্রে
যেসব কাগজপত্র দাখিল করতে হবে
কন্স্যূলার ফিস
শিশুদের জন্ম সনদ ইস্যূ বা প্রাপ্তির জন্য Maybank-এর যে কোন শাখায় আরএম ২০.০০ বাংলাদেশ হাইকমিশন হিসাব নং ৫৬৪৪২৭৫০৯৮২৫-এ নগদ জমা দিয়ে জমা রশিদসহ দাখিল করতে হবে।
নগদ/ব্যাংক ড্রাফ্ট/ এটিএম বুথে জমা কিংবা অনলাইন ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ নয় ।