কন্স্যূলার উইং, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের বিভিন্ন ধরনের কাগজপত্র যেমন, নিকাহনামা, বিবাহ সনদ, আম-মোক্তারনামা, শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, জন্মসনদ,পাসপোর্ট কপি ইত্যাদি সত্যায়িত করা হয়ে থাকে এবং প্রয়োজনীয় কাগজপত্রদাখিল সাপেক্ষে বিভিন্ন ধরনের চিঠিপত্র ইস্যূ করা হয় ।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরে সত্যায়িত করার জন্য কাগজপত্র দাখিল করার পূর্বে নিম¥লিখিত তথ্যাবলী তথা নির্দেশাবলী অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করা হলোঃ
১। বাংলাদেশ থেকে আগত সব ধরণের কাগজপত্রাদি নোটারী করতঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্স্যূলার উইং থেকে সত্যায়িত করে ঢাকার আইন মন্ত্রণালয় থেকে একাডেমিক সনদ হল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান/ সংশ্লিষ্ট বোর্ড/ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে সত্যায়িত মূল কপি অত্র মিশনে দাখিল করতে হবে। কোন প্রকার স্ক্যান কপি গ্রহণযোগ্য নয় ।
২। মালয়েশিয়া থেকে ইস্যূকৃত কাগজপত্রাদি পররাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়া এবং একাডেমিক সনদ হলে সংশ্লিষ্ট বোর্ড/ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/শিক্ষা মন্ত্রণালয়, মালয়েশিয়া এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে আনতে হবে । সত্যায়িত মূল কপি দাখিল করতে হবে । কোন প্রকান স্ক্যান কপি গ্রহণযোগ্য নয় ।
সত্যায়ন ও চিঠিপত্র সংক্রান্ত আবেদনপত্র সকাল ৯ টা – দুপুর ১ টা পর্যন্ত কাউন্টার নং-২ এবং ৩ এ গ্রহন করা হয়। একই দিনে বিকাল ০৪.০০ মিঃ বিতরণ করা হয়।